Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Agriculture Info Service

কৃষি তথ্য সার্ভিস সরকারি একটি কৃষি বিষয়ক সেবা। এটি বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সেবা সংস্থা ও বহু মাধ্যমভিত্তিক উন্নয়ন যোগাযোগ বিভাগ। এটি পাকিস্তান সরকার কর্তৃক ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস এর প্রধান কার্যালয় ঢাকা জেলার খামারবাড়িতে অবস্থিত। ১৯৮৫ সালে কৃষি তথ্য সার্ভিসের দফতর সমূহে পরিবর্তন এনে এটিকে দুইভাগ করে এর এক-তৃতীয়াংশ কর্মকর্তা-কর্মচারী ও সরঞ্জাম পশুসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়। বর্তমানে এটি দেশের সরকারি-বেসরকারি ১৫টি সংস্থাকে সেবা প্রদান করে 

লক্ষ্য ও উদ্দেশ্য

  • গ্রামীণ জনগোষ্ঠীকে আধুনিক উন্নত চাষাবাদ সম্পর্কে দক্ষ করে তুলতে প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগ সরবরাহ করা৷ আনুসঙ্গিক প্রশিক্ষণ প্রদান করা৷ লাগসই প্রযুক্তি ও উন্নত কৃষি কৌশল সম্পর্কিত বইপুস্তক প্রকাশনা করা।
  • কৃষি সম্পর্কিত পত্রিকা ও পোস্টার প্রকাশ করে।
  • কৃষকের কাছে তথ্য পৌঁছানোর উপযুক্ত ও কার্যকর যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করা।
  • মাঠ কর্মীদের প্রশিক্ষণ প্রকাশিত তথ্যাদি প্রচারের ব্যবস্থা করা।
  • স্থানীয় পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীদের চাষী ক্লাব, জেলে ক্লাব ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উৎসাহিত করা।[১]

গঠন

২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের কৃষি তথ্য সার্ভিসের ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এসব খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, কুমিল্লা ও পাবনায় অবস্থিত।[২] প্রতিষ্ঠানটিতে ১৬ জন কর্মকর্তাসহ মোট ১৮৯ জন কর্মচারী কাজ করে। একজন পরিচালকের অধীনে কৃষি তথ্য সার্ভিসের প্রশাসনিক, অর্থনৈতিক সহ সকল সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। একজন প্রধান তথ্য কর্মকর্তা, একজন উপ-পরিচালক (গণসংযোগ) এবং কয়েকজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি কমিটি বিভাগের ব্যবস্থাপনা ও পরিকল্পনার দায়িত্ব পালনে পরিচালককে সহায়তা করে। বিভাগের বিভিন্ন শাখা পরিচালনার জন্যে একজন করে প্রেস ম্যানেজার, সম্পাদক, অডিও ভিজ্যুয়াল আর্টিস্ট, প্রশিক্ষণ ও প্রয়োগ অফিসার এবং ফিল্ম প্রোডাকশন অফিসার দায়িত্বে নিয়োজিত থাকেন৷[৩]

কার্যক্রম

কৃষি তথ্য সার্ভিস কৃষকের কাছে চাষাবাদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেয়। বিভিন্ন মাধ্যমে তথ্য সম্প্রসারণ কর্মীদের দ্বারা কৃষকের কাছে পৌঁছে দেয়া হয়। কৃষকদের জন্যে মাসিক পত্রিকা কৃষি কথা প্রকাশ করে৷ কৃষি তথ্য সার্ভিসের বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত মাটি ও মানুষ একটি জনপ্রিয় অনুষ্ঠান। বাংলাদেশ বেতারে সোনালী ফসল, দেশ আমার মাটি আমার নিয়মিত প্রচার করে কৃষি তথ্য সার্ভিস


কৃষি তথ্য সার্ভিস


কৃষি তথ্য সার্ভিস ( http://www.ais.gov.bd/ ) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তাদের জীবন ব্যবস্থার মান উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও পুষ্টি সমৃদ্ধ করে তোলা তথা জনগণের খাদ্য নিরাপত্তা অর্জন এবং দারিদ্র বিমোচনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
 

আমাদের সেবাসমূহ/কার্যাবলী
কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র দপ্তর। এর মূল কাজ হলো কৃষি বিষয়ক তথ্য প্রচার ও প্রকাশনা। কৃষির আধুনিক লাগসই প্রযুক্তি সহজ, সরল ও সাবলীল ভাষায় কৃষকদের কাছে মানসম্মত তথ্য সেবা পৌঁছে দেয়ার দায়িত্ব হলো কৃষি তথ্য সার্ভিস-এর কাজ। কৃষি তথ্য সার্ভিস দু’টি মূল ধারায় কাজ করে থাকে যথা: ক) প্রিন্ট মিডিয়া ও খ) ইলেকট্রনিক মিডিয়া।
 

প্রিন্ট মিডিয়া
বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকের করণীয় বিষয়ে গণমাধ্যমে প্রচারণা; কৃষিকথা, সম্প্রসারণ বার্তা, ফোল্ডার, লিফলেট, বুকলেট, পোস্টার, বিজ্ঞাপন, কৃষি ডাইরি প্রকাশনা; জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
 

ইলেকট্রনিক মিডিয়া
জাতীয় দুর্যোগ মোকাবেলায় দ্রুত টেলপ, বিজ্ঞাপন, টক শো, ফিলার নির্মাণ ও প্রদর্শনের ব্যবস্থা; বেতার কৃষি কার্যক্রম সম্প্রচার; টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠান; কৃষি সংবাদ প্রচার; কৃষি প্রামাণ্য চিত্র প্রদর্শনী; ভিডিও প্রদর্শনী ইত্যাদি; বেসরকারি চ্যানেলে কৃষি কার্যক্রম প্রচার।

কৃষি বিষয়ক তথ্যের জন্য যোগাযোগ করুনঃ   http://www.ais.gov.bd/

 

http://www.infokosh.bangladesh.gov.bd/